আবারও রিমান্ডে সালমান, মামুন ও আনিসুল

প্রকাশ :

সংশোধিত :

যাত্রাবাড়ী ও ভাটারা থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী ও ভাটারা থানার হত্যা মামলায় তাদের প্রত্যেককে তিনদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। এছাড়া, বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার আরও কয়েকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ খবর